বরিশাল অফিস : বরিশালের আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোদের জের ধরে চাচাত বোন ছোট দুই ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা ধর্ষণের ঘটনা রহস্য জনক বলে জানিয়েছে। মামলা ও স্থনীয় সূত্রে জানাগেছে, উপজেলার জলিরপাড় গ্রামের অহেদ আলীর ৪ ছেলে নূর মোহাম্মদ, রহমান, হানিফ ও মমিন। পিতার অহেদ আলীর মৃত্যুর পরে যৌথ সম্পত্তিতে হানিফ খানের ছেলে জাহিদ খান পাঁকা ভবন নির্মাণ কাজ শুরু করলে ওই সম্পত্তির ওয়ারিশ রহমান খানের মৃত্যুতে তার ছেলে রফিক ও সোহাগ থানায় লিখিত অভিযোগ দিলে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। দুই চাচাত ভাইেয়ে পরিবারে মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এঘটনার জের ধরে হানিফ খানের বিধবা মেয়ে শিউলি বেগম গত ২৮ জুন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মৃতঃ রহমান খানের ছেলে আপন চাচাতো ভাই রফিক খান ও সোহাগ খানের বিরুদ্ধে একটি ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এর পরে গত ১৩ জুলাই রফিক, সোহাগ ও রাজ্জাকের বিরুদ্ধে আরও একটি নারী নির্যাতন মামলা দায়ের করেন ওই শিউলি বেগম। এব্যাপারে একই বাড়ীর অপর চাচা বৃদ্ধ ব্যবসয়ী নূর মোহাম্মদ খান বলেন ধর্ষণের ঘটনা মিথ্যা জাহিদ ও রফিকের মধ্যে পাঁকা ভবন নির্মাণ করা নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে একটি যৌথ জমির ২০ কেজি ধান নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এব্যাপারে ইউপি সদস্য বিমল অধিকারী ভীম জানান জায়গা জমি নিয়ে দুই পরিবারে মধ্যে বিরোধ চলে আসছে। ধর্ষণের ঘটনা আমি কিছুই জানি না। সাবেক ইউপি সদস্য পুলিন বাড়ৈ বলেন অভিযোগ শুনেছি। তবে ধর্ষণের বিষয়টি রহস্য জনক মনেহয়। মামলার বাদী শিউলি বেগমের পাশের বাড়ীর রেনুপদ বাড়ৈ জানায় তাদের পরিবারিক জায়গা নিয়ে বিরোধ আছে মাঝে মধ্যে ঝগড়া ঝামেলা হয়, ধর্ষণের ঘটনা কতোটা সত্য তা বলতে পারছিনা। এব্যাপারে অভিযোগ কারি শিউলির সাথে বার বার যোগাযোক করে পাওয়া জায়নি।
আগৈলঝাড়ায় ২ ভাইয়ের বিরুদ্ধে আদালতে ধর্ষণের অভিযোগ
