এর আগে মোশাররফ করিম ও আলভী একসাথে একটি খণ্ড নাটক ও একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। তবে এবারই প্রথম তারা দু’জন একটি ঈদের নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ভ্যান বস্ত্র বিতান। এর মূল গল্প নাটকটির নির্মাতা আলী সুজনের। এর আগে মোশাররফ করিম নাটকটির শিডিউল দিয়েছিলেন। কিন্তু শেষমেশ মোশাররফ করিম অভিনয় করতে পারেননি। আর এ কারণেই পরিচালকের প্রতি এক অন্যরকম ভালোবাসা কাজ করায় মোশাররফ করিম তার নিজের জন্মদিনেই নাটকটির শুটিং শুরু করেন। গত ২২ আগস্ট ছিল মোশাররফ করিমের জন্মদিন। সেদিন দুপুরে কক্সবাজার থেকে একটি নাটকের শুটিং শেষ করে রাজধানীতে নেমে বাসায় না ফিরে তিনি এই নাটকের শুটিং করেন। নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘মানুষের লক্ষ্য যদি অটুট থাকে, তবে যত বাধাই আসুক না কেন মানুষ তার গন্তব্যে পৌঁছবেই। এমনই একটি বিষয়বস্তু নিয়ে ভ্যান বস্ত্র বিতান নাটকটি নির্মাণ করেছি আমি।’ এতে প্রায় এক বছর পর মোশাররফ করিমের সাথে অভিনয় করেছেন আলভী। মোশাররফ করিম বলেন, ‘সুজন আমার স্নেহভাজন ছোট ভাই। তাই আমার ব্যস্ত শিডিউল থেকে আমার জন্মদিনেই তার কাজটি শুরু করি। স্ক্রিপ্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আলভী খুব ভালো একজন অভিনেত্রী। আমি বিশেষত বলতে চাই, আলভীকে নিয়ে অনেক ভালো ভালো কাজ হতে পারত। তার অভিনয় করার সেই ক্ষমতা আছে। আমার নিজেরও ভালো লেগেছে অনেক দিন পর আলভীর সাথে কাজ করে।’ আলভী বলেন, ‘মোশাররফ ভাই এমনই একজন মানুষ, যার সাথে কাজ করলে অনেক কিছুই শেখা যায়। আমার সৌভাগ্য যে তার জন্মদিনে তার সাথে কাজ করতে পেরেছি। হয়তো অন্য কোনো দিন শুটিং হলে তাকে সরাসরি শুভেচ্ছা জানাতে পারতাম না। পরিচালক আলী সুজন ভাইয়ের প্রতি কৃতজ্ঞ, যে আমাকে ভালো একটি নাটকে কাজ করার সুযোগ করে দিয়েছেন।’ আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে।
ঈদের নাটকে মোশাররফ করিম-আলভী
