আসছে ঈদে টম ক্রিয়েশনসের প্রযোজনায় বৈশাখী টিভিতে ঈদের পঞ্চম দিন সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে বিশেষ নাটক গল্পের পেছনের গল্প। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এহসান এলাহি বাপ্পী। অভিনয়ে মারজুক রাসেল, মৌসুমি হামিদ, তাসনুভা তিশা, পাভেল ইসলাম, শিখা খান। পুরান ঢাকার ছেলে রুমি আর একই এলাকার মেয়ে শিউলি। শিউলি এক বাবার এক মেয়ে, দেখতে খুবই সুন্দরী। দুইজনের মধ্যে গভীর প্রেম। এই সম্পর্কের পেছনে সব কৃতিত্বই রুমির। কিন্তু রুমির একটা সমস্যা, সে ১৫ দিন সবার সাথে ভালো ব্যবহার করে, বাকি ১৫ দিন সে তার নিজের মতো থাকে। কারো সাথে তেমন মেশে না কথাও বলে না। রুমি যখন নিজের মতো থাকে তখন সে শিউলির সাথে যোগাযোগ রাখে না। ঠিক হয়ে আবার শিউলিকে হাজারবার স্যরি বলে। এরই মধ্যে শিউলির বাবা-মা ইতালি ফেরত একটি ছেলের সাথে শিউলির বিয়ে ঠিক করে। শিউলির কাছে সব শুনে শিউলিকে বাসা থেকে বের হয়ে আসতে বলে রুমি এবং পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তারা। শিউলি বিয়ের আয়োজন রেখে বাসা থেকে বের হয়ে যায়। রুমি যেখানে যেতে বলে ওইখানে যেয়ে রুমিকে বারবার ফোন করে কিন্তু রুমি ফোন ধরে না। শিউলি কিছু বুঝতে না পেরে রুমির সব বন্ধুকে ফোন দেয়। এ দিকে রুমি সেই লেডিস টেইলার্সে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় এক বন্ধু এসে রুমিকে খবর দেয় এবং ফোন দিতে বলে শিউলিকে তখনই গল্প মোড় নেয় অন্য দিকে।
ঈদের বিশেষ নাটক গল্পের পেছনের গল্প
