বরিশাল অফিস : বরিশালের উজিরপুর উপজেলার নতুন শিকারপুরে ট্রাকের ধাক্কায় সুজন খলিফা (৩২) নামে এক মাহিন্দ্রা চালক নিহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সুজন উপজেলার ডাবেরকুল গ্রামের হোসেন খলিফার ছেলে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার আজকের সংবাদকে জানান, দুপুরে সুজন উপজেলার ইচলাদি থেকে যাত্রী আনতে মাহিন্দ্রা নিয়ে ভুরঘাটা যাচ্ছিলেন। নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান ওসি।
উজিরপুরে ট্রাকের ধাক্কায় মাহিন্দ্রা চালক নিহত
