তাঁর কেরিয়ারে হিট ছবির সংখ্যা নেহাত মন্দ নয়। ‘দেবদাস’ থেকে ‘তাল’, ‘গুরু’ থেকে ‘হম দিল দে চুকে সনম’ লিস্টে রয়েছে এমনই বেশ কিছু ছবি। রয়েছে ১০০ কোটির ছবি ‘রোবট’ও। তবে এই ছবিগুলো রিজেক্ট না করলে হয়তো তাঁর কেরিয়ারে হিটের তালিকায় জুড়ে যেত আরও বেশ কয়েকটি ব্লকবাস্টার ছবির নাম। গ্যালারি থেকে দেখে নিন কোন কোন
ঐশ্বর্যা এই ব্লকবাস্টার সিনেমাগুলো রিজেক্ট করেছিলেন !
