বরিশাল অফিস : “জঙ্গী হামলা চাই না, শাস্তি চাই, বাচাঁর মত বাচঁতে চাই” স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)। বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মঙ্গলবার (১৯ জুলাই ) অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বরিশাল জেলা সভাপতি ডাঃ হুমায়ুন কবির । মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর সভাপতি এ.বি.এম মাসুদ, সম্পাদক,মেহেদী হাসান রনি, জেলা সম্পাদক নিখিল মিত্র, সাজ্জাদ হোসেন,গোলাম মাত্তলা শাওনসহ অন্যরা। বক্তারা দেশের জঙ্গীবাদ কঠোর হস্তে দমন করাসহ সন্ত্রাসীদের বিরু দ্ধে শক্ত অবস্থানে থেকে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে সরকারের প্রতি আহবান জানান।
‘কঠোর হস্তে দমন করুন’
