জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেছেন আদালত। আগামী ৩১ আগস্ট খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থন করতে হবে। আজ বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের
সকাল ১০টা ৪০ মিনিটে এ মামলার কার্যক্রম শুরু হয়। শুরুতে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তা মঞ্জুর করে আগামী ১ সেপ্টেম্বর খালেদা জিয়াকে হাজির হওয়ার নির্দেশ দেন।কিন্তু ওই দিন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় খালেদা জিয়ার পক্ষ থেকে সময় পরিবর্তনের আবেদন করা হয়। আদালত পরে ৩১ আগস্ট দিন ধার্য করেন।
খালেদা জিয়ার অাত্মপক্ষ সমর্থনের দিন ধার্য
