বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর দুই বছর মেয়াদি ‘৩য় চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ (স্নাতকোত্তর ডিপ্লোমা) কোর্স-এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই প্রোগ্রামের আওতাও বিভিন্ন মেয়াদী ও বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। আগ্রহীদের নির্ধারিত ফরমে নির্দিষ্ট নিয়মে আবেদন করতে বলা হয়েছে। আগামী ১৩ তারিখের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট, দারুস সালাম রোড, ঢাকার ঠিকানায় আবেদন করতে হবে।
চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ কোর্স-এ ভর্তি চলছে
