বরিশাল অফিস : দেশব্যাপী সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদের বিরুদ্ধে বরিশাল সরকারী বিএম কলেজে মানববন্ধন ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার ( ২৪ জুলাই ) সকালে বিএম কলেজের সকল, স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন ও সাধারন শিক্ষার্থীদের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীতে জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ বিএম কলেজের ছাত্ররা বলে জানান নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর স.ম ইমানুল হাকিম, উপাধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার পাল, শিক্ষক পরিষদের সম্পাদক এএস কাইয়ুম আহমেদ, বাকসু’র জি এস নাহিদ সেরনিয়াবাত, ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ মুন্না, ছাত্রমিলনায়তন সম্পাদক জুবায়ের আলম, ছাত্রলীগ নেতা প্রদীপ দাস, খাইরুল ইসলাম সৈকত, এইচএম রিমন, আল মামুন, মো: শাকিল, মিজানুর রহমান পটু, মো: সালাউদ্দিন, ইমনরান হাওলাদার, মেহেদী হহাসান, আহমেদ রাফীসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চলনা করেন মো: মারুফ হোসেন ও মো:সোহেল।
জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্য বদ্ধ বিএম কলেজ ছাত্ররা
