দুই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী জাহিদ হাসান ও পূর্ণিমা জানালেন এক যুগেরও বেশি সময় আগে তারা দু’জন একসাথে অভিনয় করেছিলেন। এটিএন বাংলায় প্রচারিত জাহিদ হাসানেরই নির্দেশনায় ধারাবাহিক নাটক লাল নীল বেগুনি নাটকে তারা দু’জন একসাথে অভিনয় করেছিলেন। দীর্ঘ সময় পর তারা দু’জন এই সময়ের মেধাবী নাট্যনির্মাতা ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় জাহিদ হাসান ও পূর্ণিমা ঈদের বিশেষ নাটক প্রিয় রং হলুদ-এ অভিনয় করেছেন। গত ২২ থেকে ২৪ আগস্ট রাজধানীর মগবাজার ও উত্তরায় নাটকটির শুটিং হয়। অভিনেতা জাহিদ হাসান জানান, নাটকটি রোমান্টিক ঘরানার গল্পের। আবারো দীর্ঘ সময় পর পূর্ণিমার সাথে অভিনয় এবং ইমরাউল রাফাতের নির্দেশনা প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘পূর্ণিমা কিন্তু আমার পরিবারেরই একজন। সে আমার ছোট বোনের মতো। আমরা প্রত্যেকেই যার যার কাজ নিয়ে এত ব্যস্ত থাকি যে, আমাদের দেখা হয় খুব কম। কিন্তু সম্পর্কটি আত্মার। এক যুগ পর তার সাথে কাজ করছি- এমনটি কিন্তু রাফাতের নাটকে কাজ করতে এসে মনে হয়নি। পূর্ণিমা বাংলাদেশের একজন সুপারস্টার। কিন্তু তার আচার-আচরণে কখনোই সেটা প্রকাশ পায় না। সে খুব লক্ষ্মী মেয়ে। ইমরাউল রাফাতের নির্দেশনায় এটা আমার প্রথম কাজ। শিল্পীকে শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে রাফাত কাজ আদায় করে নিতে জানেন। এটা আমার খুব ভালো লেগেছে।’ পূর্ণিমা বলেন, “জাহিদ ভাই ও মৌ আপু আমার খুব প্রিয় দু’জন মানুষ। আমিও তাদেরকে আমার পরিবারেরই একজন মনে করি। বেশ মনে পড়ছে আজ তাদের মেয়ে পুষ্পিতা যখন ছোট ছিল, সেই সময় তাদের বাসায় কত গল্প করেছি, আড্ডা দিয়েছি। সেই স্মৃতি ভোলার নয়। জাহিদ ভাই এমনই একজন মানুষ, যিনি আমার সমস্যা নিজের মনে করেই সমাধান করে ভাইয়ের দায়িত্ব পালন করেন। গত ঈদে রাফাতের নির্দেশনায় কাজ করেছি প্রথম। এবারো করছি। রাফাত কোনো রকম চাপ ছাড়া বেশ আরাম দিয়ে কাজ আদায় করে নেন। এটা সবাই পারেন না।” গত ২৪ আগস্ট ছিল রাফাতের জন্মদিন। জন্মদিনে বেশ আনন্দের সাথেই কাজ শেষ করেন তিনি। জাহিদ হাসান ও পূর্ণিমাকে নিয়ে কাজ করা প্রসঙ্গে ইমরাউল রাফাত বলেন, “আমার কিছু স্বপ্নের মানুষ আছেন, যাদের নিয়ে আমি কাজ করতে আগ্রহী, তেমনি দু’জন হচ্ছেন জাহিদ ভাই ও পূর্ণিমা আপু। জাহিদ ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ, তিনি আমাকে খুবই সহযোগিতা করেছেন। অনুরূপভাবে পূর্ণিমা আপুর প্রতিও।” আসছে ঈদে এনটিভিতে প্রচার হবে নাটকটি। এ দিকে জাহিদ হাসান এরই মধ্যে শেষ করেছেন ঈদধারাবাহিক বিউটি বোট-এর কাজ। আসছে ঈদে পূর্ণিমাকে দেখা যাবে রেদওয়ান রনি, সকাল আহমেদ ও এস এ হক অলিকের নাটকে।
জাহিদ পূর্ণিমা এক যুগ পর
