বাগেরহাটের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ইস্যুতে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শনিবার বিকাল চারটায় প্রধানমনন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন। গত ১২ জুলাই ঢাকায় ২০০ কোটি ডলারেরও বেশি অর্থায়নে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি হয়েছে। পরিকল্পনা অনুযায়ী এই কেন্দ্র স্থাপন শেষ হবে ২০১৯ সালে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ৭০ শতাংশ অর্থ নেয়া হবে ঋণ হিসেবে যা দেবে ভারতের এক্সিম ব্যাংক। বাকি টাকা পিডিবি ও এনটিপিসি যৌথভাবে বিনিয়োগ করবে। পরিবেশবাদী ও বামপন্থি বেশ কিছু সংগঠন এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়ার পর থেকেই আন্দোলন করে আসছে। তাদের দাবি, এই কেন্দ্র নির্মাণ হলে সুন্দরবনের ব্যাপক ক্ষতি হবে। বনের গাছের পাশাপাশি নদীতেও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও গত বুধবার সংবাদ সম্মেলন করে এই বিদ্যুৎকেন্দ্রটি বাতিলের দাবি জানিয়েছেন। একইসাথে এই কেন্দ্রটি বাতিলের দাবিতে খালেদা জিয়া নিজ জোটের নেতা-কর্মীদের পাশাপাশি দেশবাসীকেও সোচ্চার হতে আহ্বান জানিয়েছেন। এমন প্রেক্ষাপটেই আজ সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, সংবাদ সম্মেলনে রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে উঠা নানা সমালোচনা এবং আশঙ্কার জবাব দেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ রামপাল ইস্যুতে।
