বরিশাল অফিস : চেতনা নাশক ওষুধ ¯েপ্র করে পরিবারের ঘুমন্ত সদস্যদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়েছে অজ্ঞাতনামা দুবৃত্তরা। মুর্মুর্ষ অবস্থায় সোমবার সকালে ওই পরিবারের তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে জেলার আগৈলঝাড়া উপজেলার রাহুতপাড়া গ্রামে।পুলিশ জানায়, গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের অশোক রায়ের ঘরে অজ্ঞাতনামা দুবৃত্তরা পরিবারের ঘুমন্ত সদস্যদের ওপর চেতনা নাশক ওষুধ ¯েপ্র করে সবাইকে অজ্ঞান করে সর্বস্ব মালামাল লুট করে নিয়ে যায়। সোমবার সকালে অশোক রায়ের ঘরের লোকজন ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন গিয়ে তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে অশোক রায়ের স্ত্রী ঝর্না রায়, মা ময়ুরী রায়, শ্বাশুরী শোভা মল্লিককে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি।
বরিশালে অজ্ঞান করে সর্বস্ত্র লুট
