অজ্ঞান পার্টির খপ্পরে একই পরিবারের ৫জনকে বুধবার ভোরে হাসপাতালে ভর্তি করার পর এখনও তাদের জ্ঞান ফেরেনি। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের।
ওই গ্রামের বাসিন্দা ও তুলাতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সিকিম আলী মল্লিক জানান, মঙ্গলবার তাদের ঘরের রাতের খাবারের সাথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা চেতনানাশক দ্রব্য মিশিয়ে রাখে। ওই খাবার খেয়ে তার মা নুরজাহান বেগম (৬০), বোন সীমা বেগম (২৫), ভাগ্নি জারসিন খানম (২), কন্যা শান্তা আক্তার (১৫) ও সানজিদা (১০) অসুস্থ্য হয়ে পরে। স্ত্রীর কাছে তিনি খবর পেয়ে তাৎক্ষনিক ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে বাড়িতে ফিরে আসায় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করতে পারেনি। পরবর্তীতে বুধবার ভোরে অচেতন অবস্থায় পরিবারের ৫ সদস্যকেই গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বরিশালে অজ্ঞান পার্টির খপ্পরে একই পরিবারের ৫ সদস্য
