বরিশাল অফিস : বরিশালে অভিযান চালিয়ে ২০৭ পিস ইয়াবাসহ সোহেল খান ওরফে রানা নামে এক মাদক ব্যবসায়ীকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-৮। রোববার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টায় হাসপাতাল রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নগরীর ৪নং ওয়ার্ড নিউ ভাটিখানা এলাকার মৃত শাহজাহান খানের ছেলে। সোহেল খান জানিয়েছেন, তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করেন। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে।
বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
