বরিশাল অফিস : বরিশাল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ মইদুল ইসলাম (আনারস প্রতীক) ৯৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খান আলতাফ হোসেন ভুলু (ঘোড়া প্রতীক) পেয়েছেন ২৫৫ ভোট। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ৩টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গাজী মোহাম্মদ সাইফুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন। বরিশাল জেলা পরিষদ নির্বাচনে ১৫টি কেন্দ্রে ১২৪৬ জন ভোটারের মধ্যে ১২২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয় বলেও জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
বরিশালে জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী
