বরিশাল অফিস : হঠাৎ ঝড়ে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল নামক এলাকার মহাসড়কে গাছ উপড়ে যান চলাচলে দেখা দিয়েছে বিঘ্ন। রোববার (১৭ জুলাই) রাতে ঝড়ে এ ঘটনা ঘটলে প্রায় বেশ কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।এছাড়া ঝড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ কাঁচা ঘরবাড়ির ক্ষতি হয়েছে। বৃষ্টিতে জলাবদ্ধতাও দেখা দিয়েছে কোথাও কোথাও।
বরিশালে ঝড়ে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন
