বরিশাল অফিস : জেলার বানারীপাড়া উপজেলার গুয়াচিত্রা এলাকায় সোমবার (২৫ জুলাই) দুপুরে বালুবাহী ট্রলি খাঁদে পরে হেলপার রাম চন্দ্র (২৫) নিহত ও চালক হাফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে বানারীপাড়া উপজেলা সদর থেকে বালুভর্তি করে ট্রলিটি নারায়ণপুর যাচ্ছিল। পথিমধ্যে গুয়াচিত্রা নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি খাঁদে পরে যায়। এতে ট্রলির নিচে চাঁপা পরে রাম চন্দ্র ঘটনাস্থানেই নিহত ও চালক হাফিজুল ইসলামকে গুরুতর আহত হয়। আহতকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাম চন্দ্র উপজেলার নারায়ণপুর এলাকার বাসিন্দা।
বরিশালে ট্রলি উল্টে হেলপার নিহত
