বরিশাল অফিস : বরিশাল মহানগরীর শ্যামবাবু লেনের জাহানার মঞ্জিল থেকে ৩৫ বোতল ফেনসিডিলসহ দুই ভাইকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। রোববার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অলি ও তার ভাই পাভেলকে আটক করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি) ফরহাদ সরদার বাংলানিউজকে এ তথ্য জানান। এদিকে, অভিযানকালে মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই বাড়িটিতে যান। পুরো এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়। এ বিষয়ে উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) আ. রউফ জানান, আটকদের বিষয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাসহ নানান বিষয়ে অনুমান করা হচ্ছিল। বিষয়টি তদন্ত ছাড়া বলা যাবে না।
বরিশালে ফেনসিডিলসহ ২ ভাই আটক
