বরিশাল ব্যুরো : বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা মাধবপাশা পাংশা গ্রামের বিধবা মাহেনুর বেগম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করায় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। রবিবার ( ৫ সেপ্টেম্বর ) সকাল ৯ টায় নগরীর ৩০ নং ওয়ার্ড গড়িয়ারপাড় এয়ারপোর্ট থানা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, শিশু নির্যাতন ও যৌন হয়রানিকারী’র বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেছেন, যা আদালতের নির্দেশে এখন পুলিশ তদন্ত করছে। এজাহার ভুক্ত আসামিরা মামলা প্রত্যাহারের জন্য তাঁকে চাপ দিচ্ছে এবং তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। উল্লেখ্য , গেল ২৯ আগস্ট বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনাল আদালতে শিশু নির্যাতন ও যৌন হয়ানির অভিযোগ এনে ৪ জনকে আসামি করে মামলা করে মাহিনুর বেগম । এতে ক্ষিপ্ত হয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বলে আপন দেবর সোলেমান, আকিল, ননদ শিউলি , মেরি ,শাশুড়ি মমোতাজ বেগম ।এতিম ফুটফুটে ৩ সন্তান নিয়ে আতংকিত হয়ে বাড়ি ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বিধবা মাহিনুর বেগম । সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানানো হয় ।
বরিশালে মামলার বাদীকে হত্যার হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন
