বরিশাল অফিস : বরিশালের বানারীপাড়া উপজেলার গুয়াচিত্রা এলাকায় বালুবাহী একটি ট্রলি খাদে পড়ে গেলে হেলপার রাম (২৫) নিহত ও চালক হাফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। রাম উপজেলার নারায়ণপুর এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায়, বানারীপাড়া শহর থেকে বালুভর্তি করে ট্রলিটি নারায়ণপুর যাচ্ছিল। পথে গুয়াচিত্রা নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি খাদে পড়ে যায়। এসময় রাম ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থানেই মারা যায়। এ ঘটনায় চালক হাফিজুল ইসলামকে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১
