বরিশাল অফিস : জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ- এই স্লোগান নিয়ে বরিশালে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৬ শুরু হয়েছে।এ উপলক্ষে রোববার (২৪ জুলাই) সকাল ১০টায় নগরের সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এসে শেষে হয়। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৬ পরে ওই শিক্ষা প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আযাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. নুরুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন বরিশাল কোস্টাল অঞ্চলের বন সংরক্ষক মো. আবু নাসের খান, বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রামেন্দ্র নাথ বাড়ৈ প্রমুখ।সভা শেষে অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত মেলায় সরকারি-বেসরকারি ৫০টি স্টল রয়েছে।
বরিশালে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু
