বরিশাল অফিস : সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে হোটেল মালিক ও ম্যানেজারদের সাথে মতবিনিময় সভা করেছে বরিশাল মেট্টেপলিটন পুলিশ (বিএমপি)। সভায় আগামী ১৫ দিনের মধ্যে সিসি টিভি স্থাপনের নির্দেশ প্রদান করা হয়। এ সিসি টিভির ফুটেজ অন্তত ৬মাস ধারন করে রাখতে হবে। প্রতি হোটেলে কমপক্ষে তিনটি ক্যামেরা লাগাতে হবে বলে জানানো হয়েছে। এছাড়া হোটেলে আসা মানুষদের সম্পর্কে সন্দেহ হলে তা পুলিশকে জানানোর জন্য বলা হয়েছে। রবিবার ( ১৭ জুলাই ) বেলা সারে ১১টায় বরিশাল পুলিশ লাইনের ড্রিল সেড সভাকক্ষে সভার সভাপতিত্ব করেন পুলিশের কমিশনার এসএম রুহুল আমিন। সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিন) গোলাম রউফ, ডিসি সদর হাবিবুর রহমান, ডিসি ট্রাফিক আবু সালেহ মো. রায়হান, হোটেল সেডোনার মালিক সুধাম ঘোষ, গ্রান্ড পাকের ম্যানেজার মাজেদুল আলম প্রমুখ।
বরিশালে ১৫ দিনের মধ্যে প্রতি হোটেলে সিসি টিভি স্থাপনের নির্দেশ
