বরিশাল অফিস : জমি দখলে বাধা দেয়ায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে ২ সহোদরকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা সন্ত্রসীরা। রবিবার ( ২৪ জুলাই ) দুপুরে চরবাড়িয়া হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। জখমের শিকার আমির হাওলাদার ও আক্কাস হাওলাদারকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা অভিযোগ করেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১ একর ৩৭ শতাংশ জমি দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছিলো। রবিাবার দুপুরে জমির ৪ শতাংশ জমি দখলের চেষ্টা করে পাশ্ববর্তী বাড়ির বাসিন্দা নুরুল ইসলাম ও তার পুত্র সাইফুল। এ সময় তারা বাধা দিলে সাইফুল একটি পিস্তল দিয়ে আক্কাসের চোখে আঘাত করে। এতে আক্কাস রক্তাক্ত হয়ে মাটিতে পরে গেলে সাইফুল, নুরুল ইসলাম ও তাদের সহযোগী রফিক, ফারুক ও সাইদ কুড়াল ও ধারালো দ’া দিয়ে আক্কাস ও তার ভাই আমিরকে এলাপাথারি কুপিয়ে জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে কাউনিয়া থানার উপ পরিদর্শক মোঃ মাইনুদ্দিন ঘটানস্থল পরিদর্শন করে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় আক্কাস হাওলাদার।
বরিশাল চরবাড়িয়া জমি সংক্রন্ত বিরোধের জেরে দুই জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা
