নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের লুৎফর রহমান সড়কের এক বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ২৯ জানুয়ারি শুক্রবার সকাল ৯টার দিকে মো: তাসাদ্দেক হোসাইনের বাড়িতে এই হামলা চালানো হয়। খবর পেয়ে বরিশাল বিমান বন্দর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা গেছে, লুৎফর রহমান সড়কে অবস্থিত মো: তাসাদ্দেক হোসাইনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি পরিবার নিয়ে বসবাস করে আসছেন। তাসাদ্দেক হোসেন বাড়ি ভাড়া দিয়ে অন্যত্র থাকেন। শুক্রবার সকালে পূর্বপরিকল্পিতভাবে ১০/১৫ জন সশস্ত্র অবস্থায় অতর্কিতভাবে ভাড়াটিয়া আনোয়ারের ঘরে হামলা চালিয়ে নগদ দেড় লাখ টাকা,স্বর্নালঙ্কারসহ অন্যান্য মালামাল লুটে নেয়। ভাড়াটিয়া আনোয়ারের পরিবারের ভাষ্যমতে, বিমান বন্দর থানা পুলিশের এসআই আক্তার হােসেন ঘটনাস্থল পরিদর্শ করেছেন। হামলা-লুটপাটের বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। হামলাকারীদের মধ্যে রয়েছে জালাল হাওলাদার, ইউসুফ, জুয়েল উকিল,জনি,মনি,অনিকসহ অন্যান্যরা। লুটপাটে নগদ টাকাসহ মোট দুই লাখ টাকা ক্ষতি হয়েছে।
বরিশাল নগরীতে এক বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে লুটপাটের অভিযোগ
