বরিশাল অফিস : বরিশালে পুলিশের অভিযান মানছে না আবাসিক হোটেল মালিকেরা। একাদারে পুলিশের অভিযান অন্যদিকে পতিতা ব্যবসা চালিয়ে যাচ্ছে ভাড়াটিয়া মালিক ম্যানেজাররা। সূত্র জানায় , থানা পুলিশ একাধারে ধরছে আর এক ধারে চালাচ্ছে ব্যবসা। “যত পার ধর তবু বন্দ করবো না” (২২ অক্টবর) শনিবার হোটেল পায়েল থেকে ধরে নিয়ে যায় পুলিশ আবার সেই যায়গায় একই অবস্থায় আবার হোটেল চিল থেকে ধরে নিয়ে যায় সেখানে একই অবস্থায়। পুলিশ ধরছে হোটেল মালিকগন তত বেশি করে পতিতা ব্যবসা করছে। আর বরিশালের প্রায় হোটেলে ঝাড়–দার বুয়া পতিতা তো আছেই আছে তাহাতে কোন কমতি নাই। গোপন সূত্রে জানা গেছে, পুলিশের উর্দ্ধতন কর্মকতারা বরিশালে কোন রকমের মাদক ও পতিতা ব্যবসা চালাতে দিবে না। এলাকাবাসী জানায় কাজে তাহার কিছুই পাওয়া গেলোনা।
বরিশাল পুলিশি অভিযানে মধ্যেও চুটিয়ে পতিতা ব্যবসা চলছে হোটেলগুলোতে
