বরিশাল অফিস : বরিশাল নগরীর ভাটারখালে পুলিশের সোর্স পরিচয়ে ধর্ষন করতে না পেরে পিটিয়ে জখম করে এক গৃহবধুকে । বর্তমানে গৃহবধু নিরাপত্তাহীনতায় ভুকছে । বৃহস্পতিবার ( ২৭ এপ্রিল ) সকাল ৯ টায় ভাটারখাল কলনিতে এ ঘটনা ঘটে । আহত সূত্র জানায় , ভাটারখাল কলনির বাসিন্দা জসিম হাওলাদারের স্ত্রী জেসমিন বেগমকে দির্ঘ দিন যাবত কু – প্রস্তাব দিয়ে আসে পুলিশের সোর্স পরিচয়দানকারী কবির । এক পর্যায়ে বৃহস্পতিবার ( ২৭ এপ্রিল ) সকাল ৯ টায় করিব জেসমিনকে একা পেয়ে জোরপূর্বক ধষনে ব্যাধ হয়ে পিটিয়ে বুকে কামড় দিয়ে ঘুসি,লাথি মেরে জেসমিনকে আহত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে এসে স্বজরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে গৃহবধু জেছমিনকে । এদিকে ভাটারখালে পুলিশের সোর্স পরিচয়ে দিয়ে সাধারন দিন মজুরির মানুষদের পুলিশে ধরিয়ে দেওয়ার নামে অর্থ দাবী করে বসে কবির । টাকা দিতে ব্যার্থ হলে যৌন ক্ষুদা মেটানোর প্রস্তাব দিয়ে বসে অসহায় পরিবারের স্ত্রীদের । অন্য দিকে এ কথা স্বামীর কাছে বললে স্বামীসহ মাদকদ্রব্য দিয়ে ধরিয়ে দিবে বলে হুমকি দেয় নব্য সন্ত্রাসী কবির । নাম প্রকাশ না করার শর্তে একাধিক পরিবার জানায় , এলাকায় মদ,নারী , জুয়া,চাঁদাবাজী একচাটীয়া করে আসছে কবির সিকদার । তার বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকে পুলিশ কতৃক হয়রানী সহ মাদক দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেয় । এমন একটি ঘটনা স্প্রডবোড চালক ( ছদ্দ নাম আবুল ) জানায় , কবির ও পুলিশের এক এসআই মিলে আটকের তালবাহনা করে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে বসে । দাবী কৃত টাকা দেওয়ার সর্তে আবুল কে ছেড়ে দেয় এসআই পরে ৪০ হাজার টাকা মোবাইলে দাবী করে এসআই । টাকা না দিলে যে কোন সময় নিয়ে মাদক দিয়ে ধরে নিয়ে যাবে বলে হুমকি দিয়ে আসছে এসআই ও কবির ।
বরিশাল ভাটারখালে পুলিশের সোর্স পরিচয়ে ধর্ষন করতে না পেরে পিটিয়ে জখম করে এক গৃহবধুকে
