স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহিঃসমর্পণ চুক্তির একটি ধারার সংশোধন অনুমোদন করা হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক থেকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।
বহিঃসমর্পণ চুক্তির সংশোধন অনুমোদন
