এম মনিরুজ্জামান হিরোন. বাউফলঃ
বাউফলে জুয়া খেলার পাওণা টাকাকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলার ঘটনায় ৫ জন আহত হয়েছে । এ সময় প্রতিপক্ষের প্রায় ১৫ থেকে ২০টি দোকান ভাংচুর করা হয়েছে । আহত রাহাত(২০)কে বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাউফল থানা পুলিশ অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। গত শনিবার সন্ধায় উপজেলার নওমালা নগরের হাট বাজারে এ ঘটনা ঘটে । এলাকায় পাল্টা হামলা আতংঙ্কে থমথমে অবস্থা বিরাজ করছে ।
জানাগেছে, নওমালা ইউনিয়নের মৃত রফিক হাওলাদারের পুত্র রাহাত তার স্থাণীয় বন্ধু নাঈম(১৮) এবং মিরাজ(২০) রুমান এর সাথে ২-৩দিন আগে বাগানে জুয়া খেলে বাজি ধরে হেরে যায় রাহাত । মিরাজ ও নাঈম তার মোবাইল রেখে দিলে গত শনিবার সন্ধায় ওই মোবাইল মিরাজ ও নাঈমের কাছে আনতে গেলে টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় নাঈম ও মিরাজ বন্ধু রাহাতকে উপর্যপরি কুপিয়ে ফেলে রেখে যায় । এ খবর তার বাড়িতে পৌছালে এলাকার দুর্বৃত্ত মধূ আলামিনের নের্তৃত্বে ১২-১৫ জনের একটি গ্রুপ রামদা, লাঠি নিয়ে বাজরের প্রতিপক্ষ হাজী রাজ্জাক, শাহআলম, তালেব পঞ্চায়েত ফিরোজ মুন্সি, ইসমাইল, কেশব শানু হাওলাদার আনিচ, জুলহাস, মামুন মৃধা, কায়কোবাদ চৌকিদারসহ ১৫টি দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে । এ সময় মধু আলামিন দোকানে লুকিয়ে থাকা হারুণ হাওলাদার (৩২) নামের এক ব্যবসায়িকে কুপিয়ে আহত করে । অতর্কিত হামলা পথচারি বারেক, সবুজ, আরিফ আহত হয় । আহত অবস্থায় রাহাতকে প্রথমে নগরের হাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় পরে বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । আহত রাহাতের মা নারী সদস্য লাইজু বেগম জানান, পূর্বশত্রুতার জের ধরে নাঈম, মিরাজ, ফয়েজ তার ছেলেকে একা পেয়ে রাস্তায় হত্যার উদ্যেশ্যে হামলা চালিয়েছে । এ বিষয়ে বাউফল থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পলে ব্যবস্থা নেয়া হবে । তবে এটা স্থাণীয় ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্দি দুই সরকার দলীয় প্রার্থীর কর্মী ও সমর্থকদের তান্ডব । উল্লেখ্য দীর্ঘদিন ধরে স্থাণীয় সরকার দলীয় বর্তমান চেয়ারম্যান শাহজাদা হাওলাদার এবং সাবেক চেয়ারম্যান িএ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাসের সাথে কোন্দল চলে আসছে ।
বাউফলে জুয়ার টাকা নিয়ে হামলা,পাল্টা হামলায় লংঙ্কাকান্ড-ঃ এলাকা থম থমে,অতিরিক্ত পুলিশ মোতায়েন
