বরিশাল অফিস : বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদ (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৪ জুলাই) দুপুরে বাকেরগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। রাশেদ বাকেরগঞ্জ উপজেলার গোমা এলাতার জয়নাল গাজীর ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে বৈদ্যুতিক লাইন দিতে গিয়ে রাশেদ বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজকের সংবাদকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
