বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, সন্ত্রাস ও উগ্রবাদ দমনে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি বলেন, ১৪ দল না আসলে বিএনপি একাই জাতীয় ঐক্যের প্রচেষ্টা চালিয়ে যাবে। জঙ্গিবাদ মোকাবিলায় ‘বৃহৎ প্লাটফর্ম’ গড়ে তোলার লক্ষ্যে জাতীয় ঐক্য গঠনে বিএনপি ব্যাপক সাড়া পাচ্ছে। বিভিন্ন দল বা ব্যক্তির সঙ্গে আলোচনা চলছে। জাতীয় প্রেসক্লাবে গতকাল দুপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) দক্ষিণ, ঢাকা মহানগর এ সভার আয়োজন করে। জাসাস মহানগর দক্ষিণের সহ-সভাপতি গিয়াসউদ্দিন টমাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাস কেন্দ্রীয় সভাপতি এমএ মালেক প্রমুখ বক্তব্য রাখেন। আব্দুল্লাহ আল নোমান বলেন, জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও মতের যারা নেতৃত্বে আছেন, যারা ব্যক্তি হিসেবে ব্যক্তিত্বধারী, সুশীল সমাজ তাদের সঙ্গে যোগাযোগ করছি। তাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। তারা বলেছেন, খালেদা জিয়া যে উদ্যোগ গ্রহণ করেছেন, যে বক্তব্য দিয়েছেন জাতির সামনে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ ও জনগণ বড়। তার এ বক্তব্যকে আমরা সমর্থন করি। আমরা আমাদের অবস্থান থেকে অথবা একটি বড় প্ল্যাটফর্মের মাধ্যমে ঐক্যবদ্ধ হব- এ আশা অনেক নেতা দিয়েছেন। ১৪ দল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দেশে গণতন্ত্র না থাকলে জঙ্গিবাদ আরও বাড়বে এমন শঙ্কাও প্রকাশ করেন তিনি। তারেক রহমানের মামলাকে রাজনৈতিক উল্লেখ করে তিনি বলেন, মামলার রায় অবশ্যই এ সরকারকে অথবা যদি তত্ত্বাবধায়ক সরকার আসে অথবা যদি কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয়, তারেক জিয়ার মামলা প্রত্যাহার হবে। যারা (মামলা) দিয়েছে, তারাই এটি প্রত্যাহার করবে।
বিকল্প নেই জাতীয় ঐক্যের
