একজন সঙ্গীতশিল্পী, আরেকজন খেলোয়াড়। এই দু’জন হলেন জাস্টিন বিবার ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার এই জগতের দুই বাসিন্দার নামের সাথে যুক্ত হতে যাচ্ছে ‘অভিনেতা’ শব্দটি। কারণ, ব্রিটিশ পত্রিকা দ্য মিরর জানিয়েছে, ফুটবল বিষয়ক একটি চলচ্চিত্রের মূল চরিত্রে দেখা যেতে পারে বিবারকে। আর সেখানে তার সাথে দেখা যাবে রোনাল্ডোকে। তবে তিনি ছাড়াও রিয়াল মাদ্রিদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ তারকাকেও দেখা যাবে। ২০১৭ সালের মার্চে শুরু হবে এই ছবির কাজ। ছবিটিতে রিয়াল মাদ্রিদের একজন উঠতি তারকা হিসেবে দেখা যাবে জাস্টিন বিবারকে। আর ২২ বছর বয়সী বিবারের দাদার চরিত্রে দেখা যাবে ‘দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি ক্লিন্ট ইস্টউডকে। বিবাবের ঘনিষ্ট এক সূত্র জানিয়েছে, চলচ্চিত্রটির জন্য মুখিয়ে আছেন বিবার। বলাবলি হচ্ছে, ২০১৭ সালের বড়দিনে মুক্তি পাবে এই সিনেমা। এর পরের বছরেই রাশিয়াতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। ফুটবল বিশ্বের জাকজমকপূর্ণ সেই আসরকে সামনে রেখেই এই সময় বেছে নিয়েছেন নির্মাতারা। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হল, ৩১ বছর বয়সী রোনাল্ডো ও জাস্টিন বিবারের সাথে চলচ্চিত্রটিতে হাজির হতে পারেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম। বোঝাই যাচ্ছে, পরিচালক-প্রযোজকরা বেশ আঁটঘাট বেঁধেই মাঠে নেমেছেন
বিবারের সাথে জুটি বাঁধছেন রোনাল্ডো!
