বাংলা নতুন বছর বরণ করে নেওয়াটা চিরায়ত এক উৎসব বাঙালির। সাজপোশাক, খাওয়াদাওয়া, আনন্দ—সবকিছুতেই উৎসবের ছোঁয়া। বৈশাখ মানে শুধু লাল-সাদা আর এখন নেই। লাল–সাদার সঙ্গে যোগ হয় আরও অনেক রং। নানা বর্ণে বর্ণিল পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ।
বৈশাখ বাংলা নতুন বছর রঙে রঙিন করে, বরণ করে নেয়া।
