সেলেব মা-বাবার সেলেব সন্তান তিনি। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়িই হয়তো বলি ডেবিউও করবেন। কিন্তু তার আগেই হঠাত্ই সোশ্যাল ওয়ার্ল্ডে তিনি ভাইরাল। তিনি জাহ্নবী কপূর। শ্রীদেবী এবং বনি কপূরের মেয়ে।
কিন্তু হঠাত্ জাহ্নবী ওয়েব দুনিয়ায় ভাইরাল কেন? কী এমন করলেন তিনি?
সম্প্রতি প্রকাশ্যে এসেছে জাহ্নবীর কিছু ছবি। যেখানে দেখা যাচ্ছে চুমু খাচ্ছেন তিনি। প্রশ্ন হল, তাঁর সঙ্গে কে রয়েছেন?সূত্রের খবর, সে দিন জাহ্নবীর সঙ্গে ছিলেন শিখর পাহাড়িয়া। শোনা যায় তিনি নাকি জাহ্নবীর বয়ফ্রেন্ড। যদিও এ নিয়ে কোনও পক্ষই প্রকাশ্যে মুখ খোলেননি। কিন্তু বি-টাউনে এই গসিপ নতুন নয়। মুম্বইয়ের এক পার্টিতে তোলা ওই ছবি ফাঁস হয়ে গিয়েছে। আর তা নিয়ে এখন তুমুল জল্পনা চলছে বলিউডে।
ভাইরাল ছবি শ্রীদেবীর মেয়ের চুমুর
