বাংলাদেশের জামালপুরের চরে আটকে থাকা ভারতীয় হাতিকে আজও উদ্ধার করা সম্ভব হয়নি।
বাংলাদেশ ও ভারতের বিশেষজ্ঞরা দিনভর অনেক চেষ্টা করেও হাতিটিকে ডাঙ্গায় আনতে পারেনি।
স্থানীয় সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী বিবিসিকে বলছেন হাতিটি উল্টো একটি খাল পার হয়ে বন্যা প্রবণ এলাকার দিকে চলে গেছে।
বন্য প্রাণী বিভাগের উপ বন সংরক্ষক শাহাবুদ্দিন এর আগে বিবিসিকে বলেছিলেন শুকনো জায়গায় না আনা পর্যন্ত হাতিটিকে অজ্ঞান করা যাবেনা।
বৃহস্পতিবারও দুদেশের যৌথ দল জামালপুরের প্রত্যন্ত চরে হাতিটির পেছন পেছন ঘুরে সেটির অবস্থা বোঝার চেষ্টা করছেন।
বন্য হাতিটি গত ২৮শে জুন ভারতের আসাম থেকে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় প্রবেশ করে।
পরে সিরাজগঞ্জ, গাইবান্ধা ও বগুড়ার চর ঘুরে ২৭শে জুলাই জামালপুরের সরিষাবাড়ীর ভাটারা ইউনিয়নে
ভারতীয় হাতিটি চলে গেছে বন্যা প্রবণ এলাকায়
