অ্যালবাম নিয়ে আসছেন লোক গানের জনপ্রিয় শিল্পী মমতাজ। ‘মনপাখি’ নামের অ্যালবামটি আগামী ঈদে প্রকাশ হবে। এরই মধ্যে অ্যালবামটির গান রেকর্ড শেষ হয়েছে। মাত্র দুই দিনে রেকর্ডিং শেষ করেছেন এই শিল্পী।
মমতাজের নতুন অ্যালবাম ‘মনপাখি’
‘মনপাখি’ অ্যালবামে মোট পাঁচটি গান রয়েছে। এগুলো হলো- ‘মনপাখি’, ‘দুঃখের মাটি’, ‘চন্দ্রকন্যা’, ‘হাশর’ ও ‘চান্দিগরম’। লোকজ সুরের এ গানগুলোতে ব্যবহার করা হয়েছে আধুনিক সব বাদ্যযন্ত্র।
গানের কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ ও সুর করেছেন অভি আকাশ। গানগুলোর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
মমতাজের নতুন অ্যালবাম মনপাখি
