দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তার স্বার্থে শুটিং হাউজগুলোতে নতুন নিয়ম হয়েছে। রাত ১১টার পর শুটিং করা যাবে না। বিষয়টিকে অনেকেই ইতিবাচকভাবেই দেখছেন। শুটিং শেষ হওয়ার সময় নির্ধারিত হলেও শুরুর সময় এখনো নির্ধারিত হয়নি। ফলে কেউ ভোর ৫টায়, আবার কেউ ৯টায় শুটিং শুরু করছেন। শুটিং শুরুর সময়টাও নির্ধারিত সময়ে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।
নতুন নিয়মে শুটিং করবেন মম
নিজের ফেসবুক পাতায় মম লিখেন, ‘রাত ১১টার পর শুটিং করা যাবে না। খুব ভালো সিদ্ধান্ত। কিন্তু সকাল কয়টা থেকে শুটিং শুরু তা কেউ স্পষ্টভাবে নিয়ম করেননি। তাই সবাই ইচ্ছেমতো সময় ঠিক করে নিচ্ছে। কেউ বলছেন সকাল ৮টা,কেউ ৯টা,কেউ ৭টা; পারলে ভোর ৫টায়ও কেউ কেউ শুটিং করতে চাইছেন। আমার কথা হলো শুটিংয়ের প্যাক-আপ টাইম ফিক্সড থাকলে স্টার্টিং টাইমও ফিক্সড থাকা উচিত।’
এখন থেকে তিনি ১২ ঘন্টা শুটিং করবেন উল্লেখ করে মম লিখেন, ‘আমার সাথে যারা কাজে যুক্ত আছেন তাদের সুবিধার জন্য বলছি, আমি ১২ঘণ্টা শুটিং করবো। তাই সকাল ১০টায় সেটে যাবো। এক ঘণ্টা নিজের প্রস্তুতি তারপর ১১টা থেকে শুটিং। অর্থাৎ সকাল ১০টা – রাত ১১টা। আশা করি আমি অবিবেচকের মত সময় নির্ধারণ করিনি। তাই এটাও আশা করবো যে এই সময়ের বাইরে কেউ আদেশ বা অনুরোধ করবেন না। ভালোর স্বার্থে, অভিনেত্রী জাকিয়া বারী মম।