১২ আগষ্ট রোজ বুধবার, উপ-পুলিশ কমিশনার নগর গোয়েন্দা বিএনপি জনাব মঞ্জুর রহমান পিপিএম -বার’র নেতৃত্বে কোতয়ালী মডেল থানাধীন রসুলপুর বস্তি বরিশালে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে মাদক চিন্হিত ব্যবসায়ীদের উদ্দেশ্য নিয়ে সকলের কাছে বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়ের বরাত ও হুশিয়ারী জানিয়ে বলেন, “মাদক পেশা পরিবর্তন করে যারা কিছুতেই বেরিয়ে আসতে আগ্রহী নয় তাদের কঠোর হস্তে দমন করা হবে। ”
এসময়ে গোটা রসুলপুর বস্তির অলিগলিতে নগর গোয়েন্দা বিএমপি’র শীর্ষ কর্মকর্তাদের মুঠোফোন নম্বর ছড়িয়ে দিয়ে গোপনে বা প্রকাশ্যে মাদক ব্যবসায়ী নির্মূলে যেকোন তথ্য দিতে অনুরোধ জানান উপ-পুলিশ কমিশনার নগর গোয়েন্দা বিএমপি।
তিনি বলেন, জনগণের সম্পৃক্ততা/ সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব।
নগরীর রসুলপুর কলোনি সহ নগরীর প্রতিটি মাদকস্পটে ব্লক রেইড মাদক নির্মূল হওয়ার পূর্ব পর্যন্ত আরও চলমান থাকবে, গোপনে বা প্রকাশ্যে তথ্য দিয়ে সহায়তা করুন।
মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে । _________বিএমপি কমিশনার।
