বরিশাল অফিস : বরিশাল সদর উপজেলা চূড়ামন আলহাজ্ব আদম আলী দাখিল মাদরাসার শিক্ষক রফিক যৌন নেশায় আসক্ত হয়ে এক গৃহ বধুকে ধর্ষন করে পালিয়ে রয়েছে । ৮ অক্টবর (শনিবার) দিবাগত রাতে গৃহবধুর স্বামী কাওসার ঔ শিক্ষক রফিককে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ডাক-চিৎকার করলে দৌড়ে পালিয়ে যায় রফিক । সূএ জানায় , দির্ঘ ২ বছর যাবত শিক্ষক রফিক ও কাওসারের স্ত্রী হালিমার সাথে অবৈধ সম্পর্ক চলছিল এক পর্যায়ে ৮ অক্টবর শনিবার দিবাগত রাত ৪ টায় কাওসার বাড়ীর পাশের গরুর ঘরে উৎপেতে হাতেনাতে ধরে ফেলে । কাওসার জানায়, দির্ঘ দিন যাবত তার স্ত্রীকে ধর্ষন করে লম্পট শিক্ষক । এলাকাবাসীর দাবী লম্পট শিক্ষককের আইনের আওতায় এনে উপযুক্ত মাস্তি দেওয়া হউক ।
যৌন নেশায় আসক্ত মাদরাসার শিক্ষক রফিক
