নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ৭,৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্মর প্রাথী মাহিনুর বেগম রনির বিরুদ্ধে নির্বাচনে কালো টাকার ছড়ানোর অভিযোগ মিলেছে। পাশাপাশি এলাকায় বহিরাগতদের ভাড়ায় এনে মোটরসাইকেল শোডাউন দিয়ে শান্তিপ্রিয় নারী পুরুষকে আতংকিত করে তুলছে। খোঁজ নিয়ে জানা গেছে, সূর্যমুখী প্রতীকের মহিলা মেম্মর প্রাথী মাহিনুর বেগম রনির হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া নিয়ে এলাকার সাধারন মানুষের মাঝে নানা প্রশ্ন ধুমায়িত হচ্ছে। কিভাবে এতো অগাধ বিত্ত বৈভবের মালিক বনে গেলেন মাহিনুর বেগম। তার স্বামী শ্রমিক হিসেব কাজ করেন। হঠাৎ যেনো এই পরিবারটি আলাদীনের চেরাগ পেয়ে গেছেন, এমনই প্রশ্ন করছেন এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। রায়পাশা-কড়াপুর ইউনিয়নের গড়ে তুলেছেন আলিশান বাড়ি। নামে বেনামে রয়েছে অর্থ-বিত্ত। এসব বিষয় দুর্নীতি দমন কমিশনসহ আইন শৃঙ্খলা বাহিনীর আশু দৃষ্টি কামনা করেছেন এলাকার শান্তিপ্রিয় মানুষ। বিশেষ করে নির্বাচনে এই মাহিনুর নির্বাচন কমিশনের আইন কানুনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে এলাকায় ভোট কিনতে দেদারছে কালো টাকা ছড়িয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে। এবং অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী ভাড়ায় এনে এলাকায় মহড়া দিয়ে এলাকার শান্তিপ্রিয় মানুষের মাঝে ভয়ার্ত পরিবেশ বিরাজ করছে। এসব কারণে শান্তিপ্রিয় মানুষের ভাষ্য : মহিলা মেম্মর প্রাথী মাহিনুর বেগম রনির লাগাম টেনে ধরতে নির্বাচন কমিশন, দুদুক, আইন শৃঙ্খলা বাহিনীর আশু দৃষ্টি কামনা করেছেন। যাতে এলাকার পরিবেশ বিঘ্নিত না হয়, মানুষ যাতে শান্তিতে বসবাস করে শান্তিপূর্ন পরিবেশে ভোট প্রদান করতে পারে।
রায়পাশা-কড়াপুর ইউনিয়নে সংরক্ষিত আসনের মেম্বর প্রার্থী মাহিনুর বেগমের বিরুদ্ধে কালো টাকা ছড়ানোর অভিযোগ
