ভারতের দু’জন নারীর কাহিনী, যারা প্রতারকের খপ্পরে পড়ে জোরপূর্বক যৌন কর্মকাণ্ডে নিয়োজিত হয়েছিলেন।
কোনরকমে ওই দুনিয়া থেকে পালিয়ে তারা সাধারণ জীবনে আসলেও শুরুটা সুখকর হয়নি তাদের।
সামাজিক কটাক্ষ, বঞ্চনার শিকার হয়েছিলেন তাঁরা।
কিন্তু আস্তে আস্তে তারা সামাজিক সেই ক্ষত কাটিয়ে নিজের অবলম্বন খুঁজে নিয়েছেন।
যৌন দাসত্ব থেকে পালিয়ে দুই নারীর সাধারণ জীবনে নিজেদের প্রতিষ্ঠিত করার কাহিনী
সাধারণ জীবন কতটা সহজ যৌন দাসত্ব থেকে পালিয়ে?
