সাকিব আল হাসানে জ্যামাইকা তালওয়া এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে। ইএসপিএনক্রিকইনফো আসরের সেরা একাদশ ঘোষণা করেছে। সেরা একাদশে বিদেশী খেলোয়াড় রয়েছেন চারজন। তবে নেই জ্যামাইকাকে চ্যাম্পিয়ন করে দেয়া সাকিব আল হাসান।
এই দলে যারা আছেন
১. জনসন চার্লস : ৪৪১ রান, ১৪৩.১৪ স্ট্রাইক রেট
২. ক্রিস গেইল (অধিনায়ক) : ৪২৫ রান, ১৫৫.৬৭ স্ট্রাইক রেট
৩. ক্রিস লিন : ৪৫৪ রান, ১৩৩.১৩ স্ট্রাইক রেট
৪. কলিন মুনরো : ৩৮২ রান, ১৪৪.১৫ স্ট্রাইক রেট
৫. শেন ওয়াটসন : ২৮৭ রান, ১৫১ স্ট্রাইক রেট
৬. আন্দ্রে রাসেল : ২৮৬ রান, ১৭২.২৮ স্ট্রাইক রেট
৭. নিকোলাস পরান (উইকেটরক্ষক) : ২১৭ রান, স্ট্রাইক রেট ১৯৭.২৭
৮. ডুয়াইন ব্রাভো : ২১ উইকেট, ৮.৪২ ইকনোমি, ১৭৭ রান, ১৪০.৪৭ স্ট্রাইক রেট
৯. সোহেল তানভির : ২০ উইকেট, ৬.৪৫ ইকনমি
১০. কেসরিক উইলিয়ামস : ১৭ উইকেট, ৮.০২ ইকনমি
১১. সুনীল নারিন : ১৪ উইকেট, ৫.৫৫ ইকনমি।
সিপিএল সেরা একাদশ ঘোষণা
