আজ : ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
Breaking News

সোনার দাম আরেক দফা বাড়ল

অনলাইন ডেস্ক : আরেক দফা বেড়ে আজ বৃহস্পতিবার থেকে দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে বিভিন্ন মানের সোনা।

নতুন দামের বিষয়টি গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্প‌তিবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হলো।

বর্তমানে প্রতি ভরি স্বর্ণে চার হাজার ৪৩২ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাজুস। বিষয়টি নিশ্চিত করা হয়েছে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার স্বাক্ষ‌রিত বিজ্ঞপ্তিতে।

নতুন দামে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম চার হাজার ৪৩২ টাকা বা‌ড়ি‌য়ে নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৭৭ হাজার ২১৬ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৭৪ হাজার ৬৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬৫ হাজার ৩১৮ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি ৫৪ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হ‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.