স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, গুলশান ও শোলাকিয়া হামলায় রাজনৈতিক মদদ ছিল। মন্ত্রী বলেন, এসব হামলার ‘মাস্টার মাইন্ড’দের (মূল হোতা) যেকোনো সময় আইনের আওতায় আনা হবে। আজ শুক্রবার শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ মহানগর উত্তরের সভাপতি সৈয়দ মিজানুর রহমান। প্রধান আলোচকের বক্তব্যে দেন সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম । অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর একান্ত বিশেষ সহকারী সাইফুজ্জামান শিখর, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ‘টার্গেট আগস্ট : ধানমন্ডি থেকে বঙ্গবন্ধু এভিনিউ’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। এতে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবশ্যই রাজনৈতিক মদদ তো রয়েছেই। যারা আগেও করেছেন, এখনো করছেন। আমি স্পষ্ট বলছি, যাদের আমরা ধরছি, তারাই স্বীকার করছেন, তারা কোনো সময় কিংবা এখনো জামায়াতে ইসলামীর ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। এবং তারাই এ কাজগুলো করছেন।’ ‘শুধু জামায়াতে ইসলামী না, নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর সদস্যও তারা। এবং কাদের আশ্রয়ে-প্রশ্রয় তারা এই জঙ্গি হয়েছেন, তাও আপনারা জানেন। আপনারা দেখেছিলেন, সেই বাঘমারায়, সেই বাংলা ভাইয়ের দৃশ্য। তখন কারা আমাদের দেশে নেতৃত্বে ছিলেন, সেটাও আপনাদের জানা আছে।’ আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, এখনকার পুলিশ বাহিনীকে আর আগের মতো ভাবলে হবে না। তিনি বলেন, বর্তমান নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষ ও পেশাদার। প্রধান আলোচকের বক্তব্যে সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘১৯৭৫ সালে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। সেই তারাই শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। সারা দেশে যেসব জঙ্গি হামলা ঘটছে, সব কটি ওই সব পরাজিত শক্তির চক্রান্ত।
স্বরাষ্ট্রমন্ত্রী :গুলশান-শোলাকিয়া হামলায় রাজনৈতিক মদদ ছিল
