ছয় বছর আগে যে প্রজ্ঞাপনের মাধ্যমে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা চালু হয়েছে, তা কেন ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত’ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই রুল জারি করেন। রিটকারী মো. ইউনুছ আলী আকন্দ আদালতে নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান। চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
হাইকোর্ট:জেএসসি পরীক্ষা কেন বাতিল নয়
