এর মধ্যেই আবার হৃতিককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন কঙ্গনা। একটি টক শো-তে গিয়ে তিনি বলেন, স্টার কিডের তকমা আছে বলেই হৃতিক নাম করতে পেরেছেন, না হলে তাকে খুঁজেই পাওয়া যেত না। পাশাপাশি তিনি এটাও ইঙ্গিত দেন, স্টার কিডের তকমা না থাকলেও তিনি যথেষ্ট সফল। তার এই মন্তব্য আরও একবার বিতর্ক উস্কে দিল। এদিকে সামনেই তার অভিনীত বিশাল ভরদ্বাজের ছবি ‘রেঙ্গুন’ মুক্তি পাবে। অনেকে বলছেন, সেই ছবির নায়িকা হিসেবে তার প্রতি দর্শকদের মনোযোগী করতেই নিজেকে আলোচনায় আনার জন্য হৃতিককে নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি।
হৃতিককে নিয়ে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য
